রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ০৯:৪৩:০৫

রাখাইন রাজ্যে মিয়ানমারের ৪০ পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যকে অপহর'ণ

রাখাইন রাজ্যে মিয়ানমারের ৪০ পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যকে অপহর'ণ

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমারের ৪০ পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যকে অপহর'ণ করা হয়েছে। শনিবার একটি ফেরিতে অভিযান চালিয়ে তাদের জিম্মি করে স্থানীয় বৌদ্ধ বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি। দেশটির সেনাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

পৃথক ঘটনায় রাখাইনের উত্তরাঞ্চলে পুলিশের একটি ট্রাকে দূরনিয়ন্ত্রিত মাইনের বি'স্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের দুই সদস্য নিহ'ত ও আরও কমপক্ষে পাঁচজন আহ'ত হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ্য মিন জানান, শনিবার নৌপথে অফ-ডিউটি সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী ফেরিতে গু'লি চালায় আরাকান আর্মির সদস্যরা। এ সময় ফেরিটিকে পাড়ে নিয়ে আসতে বাধ্য করা হয়।

ফেরি থেকে ১০ জনেরও বেশি সেনা, ৩০ জনের মতো পুলিশ ও ২ জন কারা সদস্যকে অপহর'ণ করা হয়। তাদের খুঁজতে ইতোমধ্যে হেলিকপ্টারের সাহায্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে নদীর তীরর্বতী এলাকার আশপাশে বিদ্রোহীদের বিশাল ঘাঁটি শনাক্ত করা হয়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে