আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমারের ৪০ পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যকে অপহর'ণ করা হয়েছে। শনিবার একটি ফেরিতে অভিযান চালিয়ে তাদের জিম্মি করে স্থানীয় বৌদ্ধ বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি। দেশটির সেনাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
পৃথক ঘটনায় রাখাইনের উত্তরাঞ্চলে পুলিশের একটি ট্রাকে দূরনিয়ন্ত্রিত মাইনের বি'স্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের দুই সদস্য নিহ'ত ও আরও কমপক্ষে পাঁচজন আহ'ত হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ্য মিন জানান, শনিবার নৌপথে অফ-ডিউটি সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী ফেরিতে গু'লি চালায় আরাকান আর্মির সদস্যরা। এ সময় ফেরিটিকে পাড়ে নিয়ে আসতে বাধ্য করা হয়।
ফেরি থেকে ১০ জনেরও বেশি সেনা, ৩০ জনের মতো পুলিশ ও ২ জন কারা সদস্যকে অপহর'ণ করা হয়। তাদের খুঁজতে ইতোমধ্যে হেলিকপ্টারের সাহায্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে নদীর তীরর্বতী এলাকার আশপাশে বিদ্রোহীদের বিশাল ঘাঁটি শনাক্ত করা হয়ছে।