আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে জ'ঙ্গিগো'ষ্ঠী ইসলা'মিক স্টেটের (আ'ইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহ'ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযা'নে আইএসের এই পলা'তক নেতা মা'রা গেছেন বলে জানান তিনি। এসময় ট্রাম্প বলেন, আইএস নেতা বাগদাদি কুকুরের মতো এবং একজন কাপুরুষের মতো মা'রা গেছেন।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, গত রাতে বিশ্বের শীর্ষ স'ন্ত্রা'সী নেতাকে বিচারের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্র। একটি সু'ইসা'ইড ভে'স্টের বি'স্ফো'রণ ঘটিয়ে বাগদাদি নিজেকে উ'ড়িয়ে দেন। নিজের শরীরে পরিহিত একটি বি'স্ফো'রক ভেস্টের বি'স্ফো'রণ ঘটিয়ে মা'রা যান আই'এস নেতা বাগদাদি। বি'স্ফো'রণে তিন শিশুও মা'রা গেছে।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সিআইএ'র সহায়তায় অবস্থান শ'না'ক্তের পর নির্দিষ্ট টা'র্গে'টে অভিযান পরিচালনা করা হয়েছিল। এই অভিযানে আইএসের শীর্ষ নেতা বাগদাদি নিহ'ত হয়েছেন। আমি এই অভিযানে অনেক কিছু পেয়েছি। অভিযানে কোনো কর্মকর্তার প্রা'ণহা'নি ঘটেনি।
তিনি বলেন, মার্কিন বিশেষ বাহিনী শনিবার রাতে একটি বি'প'জ্জ'নক এবং সা'হ'সী অভিযান পরিচালনা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে রাজকীয় ধাঁচে তাদের অভিযান সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তারা অবিশ্বা'স্য অভি'যান শেষ করেছে। অভি'যানে বাগদাদির অনেক যো'দ্ধা ও সহযোগী নিহ'ত হয়েছে।
ট্রাম্প বলেছেন, আইএসের শীর্ষ নেতা বাগদাদির মৃ'ত্যু কয়েক বছর ধরে ক্রমাগত কোণ ঠা'সা হতে থাকা আই'এসের জন্য আরেকটি বড় পরাজয়। চলতি বছরের মার্চে সিরিয়ায় বিশাল ভূখণ্ডের নিয়'ন্ত্রণ হা'রা'য় আইএস। সূত্র : সংবাদ সংস্থা রয়টার্স