আন্তর্জাতিক ডেস্ক : এই নিয়ে তিন বার। নরেন্দ্র মোদির সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুরোধ জানিয়েছিল ভারত। কিন্তু, ভারতের সেই অনুরোধ ফের খারিজ করে দিয়েছে পাকিস্তান।
চলতি সপ্তাহেই সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিয়াদের সঙ্গে নয়াদিল্লির অসামরিক উড়ান-সহ একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা।সে জন্য পাকিস্তানের কাছে সে দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল নয়াদিল্লি। কিন্তু, সেই আর্জি খারিজ করে দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তান সরকারের রেডিও চ্যানেলের সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে রবিবার, একটি বিবৃতি দেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেন, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
এ কথা লিখিত আকারে ভারতীয় রাষ্ট্রদূতকেও জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কেন এবারও নয়াদিল্লির অনুরোধ ফিরিয়ে দিলো পাকিস্তান? তার কারণ হিসাবে ফের ‘জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগকেই ঢাল করছে ইমরান সরকার।