সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ০২:০৬:০৪

লক্ষাধিক টাকার ব্যাগ পেয়ে মালিককে ফেরত দিয়ে সততার নজির গড়লেন সাফাইকর্মী

লক্ষাধিক টাকার ব্যাগ পেয়ে মালিককে ফেরত দিয়ে সততার নজির গড়লেন সাফাইকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : পৌরসভার অস্থায়ী সাফাইকর্মী গৌরিশঙ্কর সাউ। সংসার চালাতে বিকালে চানাচুর বিক্রি করেন তিনি। দিন আনি দিন খাইয়ের সংসারে চর'ম অর্থাভাবের মধ্যেও সততার নজির দিলেন গৌরিশঙ্করবাবু। লক্ষাধিক টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে তা ফেরত দিলেন মালিকের কাছে।

ভারতে পূর্ব বর্ধমানের গুসকরায় গত শুক্রবার বৃষ্টিভেজা সন্ধ্যায় ভ্যানে করে চানাচুর বিক্রি করে বাড়ি ফিরছিলেন গৌরিশঙ্করবাবু। গুসকরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি নিয়ে তিনি পাশের একটি চেনা দোকানে যান। সেখানে গিয়ে ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে ৫০০ ও ১০০ টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল। সেইসঙ্গে ব্যাঙ্কের কিছু কাগজপত্রও ছিল। তখনই তিনি মনস্থির করে নেন টাকা ফেরত দেবেন।

ব্যাঙ্কের কাগজপত্রে নাম, ঠিকানা ও ফোন নম্বর লেখা ছিল। ব্যাগটির মালিক গুসকরারই বাসিন্দা সমরেন্দ্র সামন্ত। তাঁর একটি সাইবার ক্যাফে রয়েছে। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হন সমরেন্দ্রবাবু। তাঁর হাতে ব্যাগ তুলে দেন গৌরিশঙ্করবাবু। সমরেন্দ্রবাবু জানিয়েছেন, সাইবার ক্যাফেতে নতুন কম্পিউটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে যাচ্ছিলেন তিনি। রাস্তায় সেটা কোনওভাবে পড়ে যায়। ব্যাগ ফেরত পেয়ে কৃতজ্ঞতায় গৌরিশঙ্করবাবুকে ১০০০ টাকা পুরস্কারও দেন তিনি।

তাঁর এই কাজে খুশি পরিবার। খুশি গুসকরা পৌরসভার কর্মীরাও। এক কর্মী চিরঞ্জিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও যে সমাজে ভালো মানুষ আছেন গৌরিশঙ্করবাবুরা তার জ্বলন্ত উদাহরণ।’ প্রাক্তন পৌরপতি বুর্ধেন্দু রায়, প্রাক্তন কাউন্সিলার নিতাই চট্টোপাধ্যায়রাও কুর্নিশ জানিয়েছে গৌরিশঙ্করবাবুকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে