শুক্রবার, ০১ নভেম্বর, ২০১৯, ১২:৪৮:৪২

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মহা', উপকূলে মহা'বি'পদ সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মহা', উপকূলে মহা'বি'পদ সংকেত

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় কিহার শক্তিক্ষ'য় করে পশ্চিম-মধ্য আরব সাগরের উপর অবস্থান করছে। আর ঠিক এই সময়ে ভারতের দিকে এগিয়ে আসছে নতুন একটি ঘূর্ণিঝড় 'মহা'।

আগামী ৬ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তা লাক্ষাদ্বীপে আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আর তার পরবর্তী ১২ ঘণ্টায় এই ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য আরব সাগরের উপর অবস্থান করবে। পরে তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। 

এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারতের লাক্ষাদ্বীপ, কেরালা, তামিলনাড়ুর দক্ষিণ প্রান্ত, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা, কর্ণাটক ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারতের আবহওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিম-মধ্য আরব সাগরে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। 

উত্তর লাক্ষাদ্বীপে ঘণ্টাপিছু ১২০ কিলোমিটার এবং দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য আরব সাগরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার থাকবে। এর ফলে উপকূলে মহা'বি'পদ সংকেত জানানো হয়েছে। ওই এলাকার সমুদ্র অতিরিক্ত উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নি'ষে'ধ করা হয়েছে।

সবরকম পরিস্থিতির জন্য ভারতীয় নৌ-বাহিনীর কর্মকর্তারা প্রস্তুত আছেন বলে জানানো হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজকে পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে