আন্তর্জাতিক ডেস্ক : দিনমজুর স্বামী যে দিন কাজ পান, সে দিন দু’মুঠো খাবার জো'টাতে পারেন। তবে, বেশিরভাগ দিনই আ'ধা পেট খে'য়ে কা'টাতে হয়। আর, তাতেই অস'ন্তু'ষ্ট সেই দিনমজুরের স্ত্রী।
স্ত্রীর দাবি, প্রতিদিন খাবারে ডিম থাকতে হবে, কিন্তু দুঃ'স্থ স্বামী স্ত্রীর এই দা'বিটুকু মেটাতে পারেননি। তাই, স্বামীকে ছে'ড়ে অপেক্ষা'কৃত স্বচ্ছল প্রেমিকের সঙ্গেই পা'লিয়ে গেলেন স্ত্রী। উত্তরপ্রদেশের গোর'ক্ষপুরে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে গোর'ক্ষপুরের কামপি'য়েরগঞ্জে থাকতেন সেই নারী। মাস চারেক আগেও এই কারণে বাড়ি ছে'ড়ে স্থানীয় এক যুবকের সঙ্গে চ'লে গিয়েছিলেন তিনি। গত শনিবারই বাড়ি ফেরেন তিনি আর সে দিনই ডিম খাওয়া নিয়ে ফের স্বামী-স্ত্রীর মধ্যে ঝ'গ'ড়া শুরু হয়। তারপর, আবার বাড়ি ছে'ড়ে চলে যান ওই নারী।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ওই যুবকও বাড়িতে নেই। তাই ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গেই পা'লি'য়ে'ছেন সেই নারী।
তার দিনমজুর স্বামী জানিয়েছেন, বাড়িতে প্রতিদিন ডিম আনা তার পক্ষে সম্ভব নয়। এই আর্থিক দুর্ব'লতার সুযো'গ নিয়ে স্থানীয় ওই যুবকও তার স্ত্রীকে রোজ লুকি'য়ে ডিম এনে দিত।-জি নিউজ