শনিবার, ০২ নভেম্বর, ২০১৯, ১২:১৩:২৫

ভারতের জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়িয়ে সন্মান জানালেন না জার্মানির চ্যান্সেলর!

ভারতের জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়িয়ে সন্মান জানালেন না জার্মানির চ্যান্সেলর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় সঙ্গীত চলছে, উপস্থিত সকলেই দাঁড়িয়ে সন্মান জানালেন অথচ তাদের মাঝেই লাল ব্লেজার এবং কালো প্যান্ট পরা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল একটি চেয়ারে বসে রয়েছেন! 

শুক্রবার দিল্লীর রাষ্ট্রপতি ভবনে এমন দৃশ্যই দেখা গেল। জার্মানির জাতীয় সঙ্গীতের সময়ও তাকে উঠে দাঁড়াতে দেখা গেল না। জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোটাই রীতি। জার্মান চ্যান্সেলরের ক্ষেত্রে সেই রীতির অন্যথা কেন হতে দিল ভারত? কেনই বা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সেই সৌজন্যটুকু দেখালেন না?

শুক্রবার রাষ্ট্রপতি ভবনের ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জানা যায়, জার্মানির তরফ থেকে আঙ্গেলা মের্কেলের বসে থাকার বিশেষ অনুমতি চাওয়া হয়েছিল আগেই। ভারত সেই অনুমতি দিয়েছে। সে কারণেই মেরকেল দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় বসে ছিলেন।

শারীরিক অ'সু'স্থতার কারণেই তাকে এই বিশেষ অনুমতি দিয়েছে ভারত। সম্প্রতি ডেনমনার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় গার্ড অব অনার-এ জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়ও তাকে বসে থাকতে দেখা গিয়েছিল।

ইউরোপের মধ্যে জার্মানির সঙ্গেই সব চেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন রয়েছে ভারতের। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই দেশকে কৌশলগত ভাবে পাশে রাখাটাই দিল্লী সাউথ ব্ল'কের অ'গ্রা'ধি'কারের মধ্যে পড়ে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে