আন্তর্জাতিক ডেস্ক : স্লোগান ছিল, ‘প্রলোভন নয়, স্বেচ্ছায় হোক র'ক্তদান’। কিন্তু, এক ব্যাগ র'ক্তের বিনিময়ে র'ক্তদাতাদের দেয়া হলো এক কেজি ওজনের ইলিশ মাছ ও ইনডাকশন ওভেন। শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিটের কাছে এই র'ক্তদান শিবিরের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে হাল্কা ভিড় থাকলেও কিছুক্ষণের মধ্যই প্রচার হয়ে যায়, র'ক্ত দিলেই পাওয়া যাচ্ছে এক কেজির ইলিশসহ অন্যান্য উপহার। এরপর র'ক্তদাতাদের ভিড় বাড়তেই থাকে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা।
মাঝ পথেই ব'ন্ধ করে দেয়া হয় র'ক্তদান কর্মসূচি। যদিও ততক্ষণে ৪৯ জন র'ক্তের বিনিময়ে ইলিশ এবং ইনডাকশন ওভেন নিয়ে বাড়ি ফিরে গেছেন। অবশ্য র'ক্তের বিনিময়ে উপহার দেয়ার বিষয়টিকে গর্বের কাজ বলেই মনে করছেন আয়োজক সংগঠন 'মির্জাপুর বান্ধব সম্মিলনী'র সম্পাদক ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ নন্দী।
তিনি বলেন, ‘অনেক গরিব মানুষই ইলিশ মাছ খেতে পারেন না। তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। ৪৯ জন র'ক্ত দিতে পেরেছেন। এরপরই স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা এসে র'ক্তদান শিবির ব'ন্ধ করে দেন। মোট ৬০ জনের র'ক্তদানের ব্যবস্থা করা হয়েছিল।’