আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের প'ত'নের দাবিতে রাজপথে নেমেছে লাখো জনতা। সরকারের প'ত'ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
'আজাদি মার্চ' নামে ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। ইমরান খানের পদ'ত্যা'গ এবং পুনরায় নির্বাচন দাবিতে দু'র্বা'র এ আন্দোলন বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছে।
এই গণআন্দোলন কার্যত অচল করে দিয়েছে দেশটির সরকার ব্যবস্থা। এতে ঝুঁ'কির মুখে পড়েছে ইমরান খানের চেয়ার। এদিকে, এই আন্দোলনের মাধ্যমে তিনভাবে উপকৃত হয়েছেন মাওলানা ফজলুর রহমান।
(১) তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভ'ঙ্গু'রতা দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
(২) ন'ড়ব'ড়ে বি'রো'ধী দলের জায়গা থেকে তিনি নিজেকে বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী নেতার জায়গায় আসীন করতে পেরেছেন।
(৩) সেনাবাহিনী কর্তৃক তাকে সাধারণ রাজনীতিবিদ হিসেবে গণ্য করার যে প্রয়াস সেটার প্রতি যথোপযুক্ত জবাব দিতে পেরেছেন বলে মনে হচ্ছে।
মাওলানা ফজলুর রহমানের এই অর্জনগুলোর কারণে ঝুঁ'কি'র মুখে পড়েছে ইমরান খান সরকারের বৈ'ধ'তা ও কার্যকারিতা। এ কারণে চড়া মূল্যও দিতে হতে পারে ইমরান খানকে।
যদিও এই আন্দোলনের কারণে এখনই ক্ষ'ম'তাচ্যু'ত হওযার পরিস্থিতে পড়েননি ইমরান খান। তবে তার সরকারে টিকে থাকার বিষয়টি এখন প্রায় পুরোটাই নির্ভর করছে দেশটির সেনাবাহিনীর ওপর। সূত্র: হিন্দুস্তান টাইমস