আন্তর্জাতিক ডেস্ক : আগামী বিধানসভা নির্বাচনে তার দলই ফের ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কগ্রেস প্রধান মমতা ব্যানার্জী।
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, বিজেপি নেতাদের এমনটা ভাবার কোন কারণ নেই তারা যে কোন সময়ে রাজ্যের শাসনভার নেবে, তাদের নেতাদের সেই মোহ কাটাতে হবে।
মঙ্গলবার কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক বৈঠকে উপস্থিত থেকে এসব কথা বলেন মমতা।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১২ হাজার শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার একেবারে শেষ পর্বে মমতা বলেন, আবার ২০২১ সালে আপনাদের সাথে দেখা হবে। কেউ যদি মনে করে থাকে যে ২০২১ আমাদের সরকার হবে সাফ, তবে আমি একটা কথা বলতে চাই যে তোমাদের কথা বলাটাই মানুষ মনে করে পাপ। সেই কারণে তোমরা হবে সাফ, এর জন্য তৈরি থাকো।
তিনি বলেন, আগামী দিন মা-মাটি-মানুষের সরকারই থাকবে। এই সরকার গর্বের সাথে কাজ করবে। বি'ভে'দের সাথে নয়, বিভাগ করে নয়, গ'ণ্ডগো'ল করে নয়, দা'ঙ্গা করে নয়, ইতিহাস বদলে দিয়ে নয়, ব্যাংক ব'ন্ধ করে নয়। কে কি বলছে তাতে কান দেওয়ার দরকার নেই। আমাদের ওপর ভরসা রাখুন।’
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বলেছিলেন '২০১৯ সালে হাফ, ২০২১ সালে সাফ'। সেই প্রসঙ্গ উত্থাপন করেই মমতা এই কথা বলেন।