বিছানার নিচেই ৬০ লাখ!
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ পন্থায় আয় করে ৬০ লাখ রুপি বিছানার নিচেই লুকিয়ে রেখেছিলেন এক সরকারি কর্মকর্তা! আর এই লুকিয়ে রাখা সম্পদ বের করলেন পুলিশ।
ভারতের মধ্যপ্রদেশে নরেন্দ্র গঙ্গওয়াল নামে সরকারি এক কেরানির বাসা থেকে ওই পরিমাণ অর্থের সম্পদ জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার তার বাসায় এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে জব্দ করা সম্পদের মোট মূল্য ছিল ৬০ লাখ রুপিরও বেশি।
দুর্নীতি দমন কর্মকর্তা এবং পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তার বিছানার নীচ থেকে এই সম্পদ জব্দ করে। জব্দকৃত সম্পদের মধ্যে ছিল ৫৫ লাখ রুপি সমপরিমাণ সম্পত্তির দলিল, নগদ সাত লাখ টাকা। পুলিশের একজন কর্মকর্তা বসন্ত শ্রীবাস্তব জানায়, এই সবকিছুই তার বিছানার নীচে লুকানো ছিল। এগুলো ছাড়াও তার ব্যাংকের লকার থেকে ২০ টি দামি ঘড়ি, পাঁচটি আইফোন, ২ গ্রাম রূপা এবং ২৫০ গ্রাম স্বর্ণের গহনাও পাওয়া যায়। এমনকি তার একটি নিজস্ব গাড়িও আছে। এছাড়াও তিনি ব্যাংক থেকে দশ লাখ সমপরিমাণ রুপি ঋণও নিয়েছে।
পুলিশ জানায়, তিনি অবকাশ গ্রহনের জন্য গোয়া যাবার পরিকল্পনা করছিলেন। তিনি আরো বলেন, ‘আয়ের তুলনায় তার কাছে পাওয়া সম্পদ অপেক্ষাকৃত বেশি’। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�