বুধবার, ০৬ নভেম্বর, ২০১৯, ০৯:৩৫:২১

আইএস প্রধান বাগদাদির স্ত্রীকেও আটক করা হয়েছে : এরদোগান

আইএস প্রধান বাগদাদির স্ত্রীকেও আটক করা হয়েছে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন অভিযানে নি'হ'ত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রীকেও আ'ট'ক করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বুধবার এ তথ্য জানিয়েছেন।

আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে এরদোগান বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে বাগদাদি সু'ড়'ঙ্গে আ'ত্মহ'ত্যা করেছে। তারা এ নিয়ে প্রচারণা চালাচ্ছে। তবে আমি প্রথমবারের মতো এখানে ঘোষণা করছি, আমরা তার স্ত্রীকে আ'ট'ক করেছি এবং তাদের মতো হইচই করছি না। একইভাবে সিরিয়ায় আমরা তার বোন ও ভগ্নিপতিকে আ'ট'ক করেছি।’

এর আগে সোমবার তুরস্ক জানিয়েছিল, বাগদাদির ৬৫ বছর বয়সী বোন রাসমিয়া আওয়াদ, তার স্বামী, ছেলের বউ ও পাঁচ সন্তানকে আ'ট'ক করা হয়েছে। আলেপ্পো প্রদেশের আজাজ শহর থেকে তাদের আ'ট'ক করা হয়।

প্রসঙ্গত, গত মাসে সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় মার্কিন অভিযানের মুখে বো'মা বি'স্ফো'র'ণ ঘটিয়ে আ'ত্মঘা'তী হন বাগদাদি। এ সময় তার দুই ছেলেও নি'হ'ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে