বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ০১:২৬:৫০

মোদির এলাকায় তী'ব্র বায়ু দূষণ, দেবতাদের মুখেও মাস্ক

মোদির এলাকায় তী'ব্র বায়ু দূষণ, দেবতাদের মুখেও মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: সুস্থ থাকতে সাধারণ মানুষের মুখে মাস্ক থাকাটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেবতাদের মুখেও মাস্ক পড়া দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকার পরিস্থি'তি এতটাই খারাপ যে দেবতার মুখও মাস্ক দিয়ে ডাকা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বারাণসীর সিগরা অঞ্চলে দুর্গা, কালী সহ একাধিক দেবদেবীদের মূর্তিকে মাস্ক পরিহিত অবস্থাতেই দেখলো সাধারণ মানুষ। ওই এলাকার এক মন্দিরের পুরোহিত বলেন, “মন্দিরের উপাসক মণ্ডলীর তরফ থেকেই এটা ঠিক করা হয়েছে। আসলে দূষণ থেকে দেবদেবীদের রক্ষা করতে তাদেরকেও মাস্ক পরানো উচিত।

মন্দিরের অপর এক পুরোহিত বলেন,” আমরা কিভাবে দূষণের কুপ্র'ভাব দেবতার উপর পড়তে দিতে পারি! নিজেদের সুরক্ষার জন্য আমরা মাস্ক পড়ছি, দেবতাদের কথাও তো আমাদের ভাবা উচিত ।

তিনি আরও বলেন,” আমরা দেবদেবীদের মানুষ রূপেই দেখে থাকি। আমরা তাদের সমস্ত পার্থিব সুখই দেওয়ার চেষ্টা করি। গ্রীষ্মে আমরা দেবদেবীদের প্রচ'ণ্ড দা'বদা'হ থেকে র'ক্ষা করার জন্য চন্দন কাঠ থেকে তৈরি মলম লাগাই। শীতকালে ঠিক একই ভাবে কম্বল, সোয়েটার ইত্যাদি দিয়ে থাকি আমরা।

তিনি আরও বলেন, “যখন আমরা দেবদেবীদের মানব রূপে পূজা করি তখন তো তারা অবশ্যই দূষণে আ'ক্রা'ন্ত হতে পারে। তাদের সুর'ক্ষার দিকটাও আমাদের ভাবা উচিত।সূত্র : ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে