শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ১১:২২:৩৫

আজ বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায়, উত্তরপ্রদেশ ১৪৪ ধারা জারি

আজ বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায়, উত্তরপ্রদেশ ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় আজ। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতজুড়ে। মধ্যরাত থেকে ২৮ শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

রায় যা-ই হোক, জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রায়ের খবরে অযোধ্যায় অবস্থান নিয়েছে কয়েক হাজার হিন্দু ভক্ত-সন্যাসী। ১৯৯২ সালে হিন্দু উগ্রবাদীরা পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে দেয়। সেই জায়গায় রামমন্দির তৈরি হবে কি-না আজকের রায়ে সে নির্দেশনা আসার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে