‘পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া’
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জোরদারের পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ভাবছে মস্কো। সম্প্রতি আমেরিকা রাশিয়ার ২৪ জনের বেশি ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেছেন, ওয়াশিংটনের সর্বশেষ নিষেধাজ্ঞা তালিকা বিশ্লেষণ করে দেখছে মস্কো। সোমবার প্রকাশিত এ তালিকার পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে আমেরিকার অব্যাহত অবন্ধুত্বসুলভ আচরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এর বিপর্যয়কর প্রভাব পড়বে। সূত্র : রেডিও তেহরান।
২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�