‘কিমকে বিচ্ছু পুলিশের মতো লাগে’
আন্তর্জাতিক ডেস্ক : কিম জং ইউন হলেন ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, যাকে বলে উত্তর কোরিয়া, সেখানকার প্রেসিডেন্ট তিনি৷ ইতিমধ্যেই তিনি নজর কেড়েছেন তার স্টাইলের জন্য৷ অনেকে বলেন কিম জং-এর এই স্টাইল মূলত ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে৷ যেমন, তার চুলের আন্ডার কাট৷ এর বাইরে তিনি আরও বেশি আলোচিত তার এই স্টাইল স্টেটমেন্ট-এর নিয়মিত গতিপথ পরিবর্তন করেন বলেই৷ বছর চারেক ধরে তিনি আরও বেশি আলোচিত তার সাংস্কৃতিক ভাবনাকে কেন্দ্র করে, যে-ভাবনা মূলত পশ্চিমের পপুলার কালচার জারিত৷ এর প্রমাণ ২০১২ সালে মেরাংবন কনসার্ট-এ তার সস্ত্রীক উপস্থিতি৷ এই প্রথম তার স্ত্রীর জনসমক্ষে আসা৷ টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
তিনি এমন একটি 'ডিওর' হাত -ব্যাগ নিয়ে উপস্থিত হয়েছিলেন যার দাম সাধারণ একজন কোরিয়ান মানুষের একবছরের রোজগার৷ কিম জং কোনও দিনই প্রথাগত কোরিয়ান কিমোনো-ঘেঁষা পোশাক পরেছেন বলে কেউ মনে করতে পারেন না৷ সম্প্রতি তিনি তার স্টাইল স্টেটমেন্টে জুড়ে দিয়েছেন এক কানাওয়ালা ফেল্ট হ্যাট৷ মাথার থেকে তিন সাইজ ছোট এই ফেল্ট হ্যাট পরে তাকে নাকি অনেকটা ৪০-এর দশকের বিচ্ছু পুলিশ অফিসারের মতো দেখতে লাগছে৷ তিনি হবু 'হিপস্টার' হতে চাইছেন বলেই অনেকে মনে করছেন৷
২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�