বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:৫৯

জনতার সামনে মহিলার ঘুসি

জনতার সামনে মহিলার ঘুসি

আন্তর্জাতিক ডেস্ক : রাস্তাঘাটে হরহামেশাই দেখা যায় মহিলাদের সঙ্গে অসভ্য আচরণের চিত্র। এই চিত্রটি শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় সব দেশেই কম-বেশি দেখা যায়। তবে এই আচরণের উচিত শিক্ষাই বা আর দিতে পারেন কজনে? তবে এবার সেরকমই একটি চিত্র দেখা গেল মরক্কাের এক জনবহুল রাস্তার পাশেই ছিল বাজার। আর সেই বাজারেই ঘটে এই লঙ্কা কাণ্ড। সেই বাজারে সদাই কিনতে এসেছিলেন এক মধ্যবয়সী মহিলা। কিছুটা ঝুঁকে যখন তিনি পসরা দেখতে ব্যস্ত, ঠিক তখনই পেছন থেকে তার শরীরের পেছনের অংশে চিমটি কাটে এক পথচারী। তবে এই বিকৃত লোকটি মনে করেছিল, এই জঘন্য কাজটি করেই ছুটে পালাবে। কিন্তু সঙ্গে সঙ্গে পিছনে ফিরে দোড়ে এসে দাক্কা দিয়ে একটি দোকানের সদাইয়ের ওপর ছুড়ে ফেলে দেন সেই মহিলা। একধাক্কাতেই বলাচলে কুপোকাত সে লোকটি এবং বেশ খানিকক্ষণ উঠে দাঁড়ানোর ক্ষমতা ও সাহস কোনওটাই হয়তো পাচ্ছিলেন না তিনি। তবে আর যাই হোক ওই মহিলা উচিত শিক্ষা দিয়ে তার পরেই সবার সামনে এমন একটি ঘটনা ঘটানোর জন্য লজ্জিত হয়ে তাড়াতাড়ি জায়গাটি থেকে সরে যাননি। বরং আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চিৎকার করে জানিয়েছেন, ঠিক কী কারণে এমন শাস্তি দেয়া হয়েছে এই লোকটিকে। তারপর আরো কিছুখন লোকটিকে শাসালেন তিনি। কোনও কথা বলা তো দূরে থাক, মহিলার দিকে আর চোখ তুলে তাকাতেও পারেনি ফুটপাথে পড়ে থাকা সেই লোক। তবে আমাদের দেশের রাস্তাগুলোতে হয়তো এমন ঘটনা হামেশাই ঘটে, কিন্তু সবাই কি এই রকম উচিত শাস্তি পায়? ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে