শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ০৫:৩৬:২৯

পাখির ধাক্কায় ভারতের যু'দ্ধ বিমান বি'ধ্ব'স্ত!

পাখির ধাক্কায় ভারতের যু'দ্ধ বিমান বি'ধ্ব'স্ত!

আন্তর্জাতিক ডেস্ক : যু'দ্ধ ছাড়াই বি'ধ্ব'স্ত হয়েছে ভারতের একটি মিগ টুয়েন্টি নাইনকে বিমান। ওড়ার পরই ভেঙে পড়ে বিমানটি। ভারতের গোয়ার ডাবোলিমের নৌবাহিনীর ঘাঁটির কাছেই ওই দু'র্ঘ'টনা ঘটে। তবে বের হয়ে আসতে পেরেছেন বিমানের দুই পাইলট। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওড়ার পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে ধাক্কা দেয় একটি পাখি। আর তারপরেই সেটি বি'ধ্ব'স্ত হয়ে যায়। তবে কোনো জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়েনি। তাই বড় ধরনের ক্ষ'য়ক্ষ'তির হাত থেকে র'ক্ষা পাওয়া গেছে।

ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওড়ার পরই ওই ট্রেনার বিমানের ইঞ্জিনে আ'গু'ন ধরে যায়। শনিবার সকালে আইএনএস হংস থেকে বিমানটি আকাশে ওড়ে। তারপরেই বিমানের ইঞ্জিনে আ'গু'ন লেগে যায়। তবে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে পেরেছেন ক্যাপ্টেন এম শেখান্দা ও ক্যাপ্টেন দীপক যাদব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে