বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:০১:১৬

‘প্রস্তুতি রয়েছে ইরানের’

‘প্রস্তুতি রয়েছে ইরানের’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অর্থমন্ত্রী আলী তাইয়্যেব-নিয়া বলেছেন, প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩০ ডলারে নেমে আসলেও তার প্রভাব ঠেকানোর প্রস্তুতি তাদের রয়েছে। তিনি বলেন, এ সংক্রান্ত প্রস্তুতির বড় অংশ হিসেবে ইরানের সমন্বিত কর কাঠামো কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেয়া হবে। এরই মধ্যে এটি বাস্তবায়নের বিষয় ইরান সরকারের কর্মসূচিতে স্থান করে নিয়েছে বলেও জানান তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। জাতীয় কর কর্মসূচির মধ্যদিয়ে পেট্রোডলারের ওপর নির্ভরতা কমবে উল্লেখ করে তিনি আরো বলেন, তেল রাজস্ব মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় এরমধ্যে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়েছে। তেল রাজস্ব খাতে ২০১২ সালে ইরান আয় করেছে ১২০ বিলিয়ন ডলার। কিন্তু সে আয় চলতি বছর ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে জানান তিনি। অবশ্য তেল বিক্রির পুরো অর্থও ইরান পায় না বলে জানান তিনি। তেলমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় বিদেশের ব্যাংকগুলোতে ইরানের ব্যাপক পরিমাণ পেট্রোডলার আটকে আছে। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে