শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ০৭:২৬:৪১

আমি আমার মসজিদ ফেরত চাই: মুসলিম নেতা ওয়াইসি

আমি আমার মসজিদ ফেরত চাই: মুসলিম নেতা ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক: আউটলুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল শুক্রবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-র প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আমি আমার মসজিদ ফেরত চাই।

ওয়েইসি বলেন, ভারতের সংবিধান ও বহুত্ববাদের বিরুদ্ধে যেকোনো কিছুরই বিরোধিতা করবেন তিনি। ওয়াইসি বলেন, আমার জন্য, সংবিধানই সর্বোচ্চ এবং এটা আমাকে সুপ্রিম কোর্টের রায়ের সম্মানজনকভাবে দ্বিমত পোষণের অধিকার দিয়েছে। যা সংবিধানের বিরুদ্ধ তা আমি বিরোধিতা করবো।

ওয়েইসি আরো বলেন, আমাদের লড়াই এক খণ্ড জমির জন্য ছিল না। সেটা আমাদের আইনি অধিকার নিশ্চিত করার জন্য ছিল। সুপ্রিম কোর্টও বলেছে, মসজিদ নির্মাণের জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। আমি আমার মসজিদ ফেরত চাই।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেন সুপ্রিম কোর্ট। এছাড়া একটি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেয়ার নির্দেশ আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে