বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:০১:১৪

রহস্যেঘেরা কবরস্থানে লাশের গলায় লোহার বেড়ি!

রহস্যেঘেরা কবরস্থানে লাশের গলায় লোহার বেড়ি!

আন্তর্জাতিক ডেস্ক : কবরস্থানে যেভাবে মৃতদের সমাহিত করা হয়, ঠিক সেই উপায়েই লাশগুলো সারিবদ্ধভাবে সমাহিত করা হয়েছে। কিন্তু পার্থক্য হলো- কঙ্কালগুলোর গলায় বাঁধা লোহার বেড়ি। সম্প্রতি পোল্যান্ডের এক সমাধিক্ষেত্রে ৪০০ বছরের পুরনো কবরে মিলেছে গলায় লোহার বেড়ি বাঁধা অনেক লাশের সন্ধান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। সম্প্রতি পোল্যান্ডে রহস্যময় এ কবরস্থানের খবর পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। গবেষকরা মনে করছেন, সে সময়কার জাদুবিদ্যা ও ধর্মীয় আচার-আচরণের কারণে হয়তো এভাবে সমাহিত করা হয়েছে। উত্তর-পূর্ব পোল্যান্ডের ড্রাউস্কো কবরস্থানে এসব বেড়ি বাঁধা কঙ্কালের সন্ধান মিলেছে। এসব ব্যক্তিদের কবর দেয়া হয় ১৭ ও ১৮ শতকে। সম্প্রতি অদ্ভুত এ কবরস্থান পরিদর্শন করেছেন কানাডার লেকহেড ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদরা। ২০০৮ সাল থেকে এ কবরস্থানের ২৫০টি কবর খোঁড়া হয়েছে। কবরের শেকল দেয়া কঙ্কালের একটি ধারাবাহিকতা পাওয়া গেছে। প্রতি চারটি কঙ্কালের গলায় বেড়ি পরানো পাওয়া গেলেও পঞ্চম কবরটিতে বেড়ি পাওয়া যায় কলের পশ্চাৎদেশে। এর আগে এ কবরস্থানকে ‘রক্তচোষাদের কবরস্থান’ বলা হত। আর বেড়ি পরানোর উদ্দেশ্য হিসেবে জানা যায়, তারা যেন পরবর্তীতে কবর থেকে উঠে এসে মানুষদের বিরক্ত করতে না পারে। গবেষকরা জানিয়েছেন, তারা এ কবরস্থানের বিষয়ে আরো অনুসন্ধান করছেন। কঙ্কালগুলোর বায়োমলিকিউলার পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে। এ কবরস্থানের অজানা রহস্য উন্মোচিত হবে বলে তাদের বিশ্বাস। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে