বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৭:৪০

হিটলারের চেয়েও মানুষ হত্যায় যার নাম

হিটলারের চেয়েও মানুষ হত্যায় যার নাম

আন্তর্জাতিক ডেস্ক : ডিক্টেটর বললেই প্রথমে যার মুখটা মনে পড়ে, তিনি হলেন অ্যাডলফ হিটলার। কিন্তু বলতে পারেন কি, মানুষ হত্যার মানসিকতায় কারা হিটলারকেও ছাপিয়ে গেছেন? না জানলে জেনে নিন- একজন স্ট্যালিন, অন্যজন মাও সেতুং। হিটলারের সময়ে, ১৯৩৪ থেকে ১৪৫-এর মধ্যে খুন হয়েছেন ১৭ মিলিয়ন অর্থাত্‍‌ ১ কোটি ৭০ লাখ মানুষ। সেখানে সোভিয়েতে স্ট্যালিনের শাসনকালে মরতে হয়েছে ২৩ মিলিয়ন অর্থাত্‍‌ ২ কোটি ৩০ লাখ মানুষকে। একনায়কতন্ত্র হিসেবে নৃশংসতায় সবাইকে ছাপিয়ে গেছেন চীনাশাসক মাও সেতুং। ১৯৪৩ থেকে ১৯৭৬-এর মধ্যে ৭৮ মিলিয়ন অর্থাত্‍‌ ৭ কোটি ৮০ লাখ মানুষের হত্যাকারী মাও সেতুং। একনায়ক হলেও সেই তুলনায় অনেকই কম নৃশংস জেনারেল ইয়াকুবু গোওন। ১.১ মিলিয়ন অর্থাত্‍‍‌ ১১ লাখ খুনের দাগ রয়েছে তার গায়ে। ইম্পেরিয়াল জাপানিস আর্মির জেনারেল হিদেকি তোজোও ডিক্টেটর হিসেবে খুব কম খুন করেননি। ৫০ লাখ খুনের নায়ক তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে