বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ০৬:৫৩:৩০

সিরিয়ায় ইসরাইলের ব্যাপক বিমান হা'ম'লা: ক্ষু'ব্ধ রাশিয়া

সিরিয়ায় ইসরাইলের ব্যাপক বিমান হা'ম'লা: ক্ষু'ব্ধ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাজধানী দামেস্কোয় ইরানি ও সিরিয়ান সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হা'ম'লা চালিয়েছে ইসরাইল। 

এ হা'ম'লাকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে রাশিয়া। এই ঘটনায় ইসরাইলের ওপর ক্ষু'ব্ধ রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে।

বুধবার দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, সিরিয়ায় বিমান হা'ম'লা ইসরাইলের ভুল সিদ্ধান্ত এবং মস্কো এ ঘটনায় তার মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল।

ইসরাইল বলছে, একদিন আগে দেশটির দিকে রকেট ও গু'লির প্র'তিশো'ধ নিতে বুধবার সিরিয়ায় কয়েক ডজন ইরানি ও সিরিয়ান সামরিক লক্ষ্যবস্তুতে আ'ঘা'ত হানা হয়েছে।

এদিকে ইসরাইলি হা'ম'লা প্র'তিহ'তের কথা জানিয়েছে সিরিয়া সরকার। দেশটির গণমাধ্যমের খবর বলা হয়েছে, মঙ্গলবার মাঝরাতে এই হা'ম'লার ঘটনা ঘটেছে।

একটি সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কোর কাছাকাছি বেশ কয়েকটি ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা চালিয়েছে ইসরাইলি যু'দ্ধবিমান। সানা জানায়, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে এই আ'গ্রা'স'ন চালানো হয়েছে।

প্রতিবেশী লেবাননের ওপর দিয়ে উড়ে এসে প্রায়ই সিরিয়ায় হা'ম'লা চালায় ইসরাইলি বিমান। বিদেশি শক্তির হস্তক্ষেপে সিরিয়ার গৃ'হযু'দ্ধ এখন আরও জটিল রূপ নিয়েছে।

ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়া থেকে উড়ে যাওয়া চারটি রকেট ধ্বং'স করার পর এই বিমান হা'ম'লার খবর এসেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মঙ্গলবার দামেস্কো সরকারের অনুগত বাহিনীর অবস্থান থেকে এসব রকেট ছোড়া হয়েছে।

ইসরাইল বলছে, ‘আমাদের প্র'তির'ক্ষা ব্যবস্থা সেই ভারী হা'ম'লার মো'কাবে'লা করেছে। শত্রুদের ক্ষে'প'ণা'স্ত্র প্র'তিরো'ধ করেছে। লক্ষ্যবস্তুতে হা'ম'লার আগেই ক্ষে'প'ণা'স্ত্রগুলোকে ধ্বং'স করে দেয়া হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে