বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০২:২১:০৫

চরম অবহেলায়, অযত্নে এপিজে আ.কালামের কবর

চরম অবহেলায়, অযত্নে এপিজে আ.কালামের কবর

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত ভারতরত্নের শেষশয্যায় ছেয়ে আছে কুকুর-বিড়ালের প্রাতঃকৃত্য। ব্যারিকেড ভেঙে কবরের প্রায় ঘাড়ের উপর উঠে ছবি নিচ্ছেন পর্যটকরা। ভারতর তামিল নাড়ু রাজ্যর রামেশ্বরমে এমনই অবস্থায় পড়ে রয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সমাধি। চরম অবহেলায়, অযত্নে। খবর ইন্ডিয়া টাইমসের। মাত্র পাঁচ মাস আগের কথা। বিশ্ববাসীকে কাঁদিয়ে চিরতরে চলে গিয়েছেন ভারতরত্ন সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। তার মতো শিক্ষক, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিল আট থেকে আশি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পিপলস্ প্রেসিডেন্টকে গার্ড অব অনার জানিয়েছিল ভারতের সেনাবাহিনী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্যান্য নেতানেত্রীরা শেষ শ্রদ্ধা জানিয়েছিল কালাম সাহেবকে। অবনমিত রাখা হয়েছিল ভারতের জাতীয় পতাকা। শোকের আবহের রেশ এখনও কাটতে পারেনি। সবে পার হয়েছে পাঁচটা মাস। রামেশ্বরমে ১৫০ একর জায়গায় অবস্থিত ভারতের সাবেক রাষ্ট্রপতির সমাধি আজ পড়ে রয়েছে চরম অবহেলায়। আবদুল কালামের যথার্থ স্মৃতিসৌধ তৈরির দাবিতে সোচ্চার এরোস্পেস ও ডিফেন্স জার্নালিস্ট অনন্থ কৃষ্ণণ নিউজ মিনিটকে বলেছেন, 'কালামের সমাধির পাশেই মলত্যাগ করছে কুকুর-বেড়াল। দর্শকরা ব্যারিকেড ভেঙে চুরি করে ছবি তুলছেন। সেখানে কোনও সিস্টেম নেই, নেই কোনও নির্দেশিকা।' অনেকেই এখনও শ্রদ্ধা জানাতে আসেন প্রয়াত ভারতরত্নকে। এই ছবি দেখে তারা খুবই হতাশ হয়ে পড়েন। কারাইকুডির এক ইঞ্জিনিয়ারিং ছাত্র বলেন, যদি সরকার কালাম সাহেবের কোনও স্মৃতিসৌধ তৈরি করতে না পারেন, তবে, ছাত্ররাই তা তৈরি করবে। কালাম ফাউন্ডেশনের পরামর্শদাতা ডঃ অনন্থ কৃষ্ণণ আক্ষেপের সুরে বলেছেন, একজন ভারতরত্নকে কিছুতেই এভাবে শায়িত রাখা যায় না। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে