রাশিয়ায়ও বিতর্কে জড়ালেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় পা দিতে না দিতেই বিতর্কে জড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের জাতীয় সঙ্গীত চলাকালীনই হাঁটতে শুরু করলেন তিনি। 'গার্ড অফ অনার' নেওয়ার সময়ই এই বিপত্তি ঘটে। যদিও কর্মকর্তারা তাঁকে থামিয়ে পরিস্থিতি সামাল দেন। এই নিয়ে বিদেশ সফরে দু’বার বিতর্কের সম্মুখীন হলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় বুধবার সাড়ে রাত ৯ টার দিকে মস্কো বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদি। মিলিটারি ব্র্যান্ডে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাঁকে ‘গার্ড অফ অনার’-এ অভ্যর্থনা জানায় রাশিয়া। কিন্তু এই অনার নেওয়ার সময়ই বিতর্কের মুখে পড়লেন তিনি। দেশের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই হাঁটতে শুরু করে দেন নরেন্দ্র মোদি। খানিকটা হেঁটে চলেও যান। তারপর এক কর্মকর্তা তাঁকে সতর্ক করে থামিয়ে দেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ফের নির্দিষ্ট স্থানে আসেন এবং জাতীয় সঙ্গীত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।
যদিও বুঝতে না পেরেই নরেন্দ্র মোদি হাঁটতে শুরু করেছিলেন বলে অনেকের মত। কেননা, জাতীয় সঙ্গীত চলাকালীন সামনের দিকে হাত দেখান এক কর্মকর্তা। মোদি হয়ত এই হাত দেখানোর অর্থ বুঝতে না পেরেই হাঁটতে শুরু করেছিলেন বলেও একাংশের মত।
২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�