আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় ভ'য়াব'হ বি'মা'ন দু'র্ঘ'ট'নায় প্রা'ণ হা'রালেন ৯ জন। যার মধ্যে রয়েছে দুই শিশুও। মৃ'ত্যু হয়েছে পাইলটেরও। আ'হ'ত আরও তিনজন। ঘটনাটি ঘটেছে শনিবারে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তরফে জানানো হয়, পিলাটাস PC-12 সিঙ্গল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি চাম্বারলিন বিমানবন্দর থেকে উড়ান ভরে। স্থানীয় সময় বেলা ১২টার খানিক আগেই মাটি ছাড়ে বিমান। ইদাহো ফলস আঞ্চলিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেটির।
তবে মাত্র এক মাইল যাওয়ার পরই সেটি ভেঙে পড়ে। সাউথ ডাকোটার ব্রুলে কাউন্টিতে শীতল ঝড়ের ক'ব'লে পড়েই এমন দু'র্ঘ'ট'না ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় মৃ'ত্যু হয়েছে পাইলট-সহ নয় জনের। প্রা'ণ হা'রা'য় যাত্রীদের আসনে বসা দুই শিশুও।
অ্যাটর্নি থেরেসা মল রসো জানান, বিমানে মোট ১২ জন ছিলেন। আ'হ'ত তিনজনকে উ'দ্ধা'র করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এফএএ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বিষয়টির তদন্তভার গ্রহণ করেছে। টুইট করে এ খবর জানিয়েছে তারাই।