রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯, ০৫:০০:০২

প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড়ে দিশেহারা মন্ত্রী

প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড়ে দিশেহারা মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কা'ম'ড় খেয়ে দি'শেহা'রা হয়ে দ্বি'গবি'দি'ক ছুটলেন মন্ত্রী। শুধু তিনিই নন মৌমাছির রো'ষান'ল থেকে রেহাই পাননি তার সঙ্গে আসা সরকারি আমলারাও।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে। মৌমাছির কা'ম'ড়ে এমন দি'শেহা'রা অবস্থা হয়েছে ওই রাজ্যের সেচমন্ত্রী অনীল কুমার যাদব আর সঙ্গীর।

এনডিটিভি জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) কুরনুল জেলায় সেচ প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী। সঙ্গে ছিলেন স্থানীয় এমএলএ, সেচ কর্মকর্তা ও নেতাকর্মীরা।

প্রথমে তারা তেলেগু গঙ্গা ও কেসি খাল পরিদর্শন করেন। পরে বনাকাচেরলা এলাকার গালেরু নগরী খাল পরিদর্শনে। আর সেখানে গিয়ে সরেজমিনে প্রকল্প দেখার ইচ্ছাই কা'ল হলো মন্ত্রীর।

এনডিটিভি জানায়, নিজ চোখে প্রকল্পটি দেখতে মই বেয়ে একটি স্থাপনার ওপরে উঠেছিলেন অনীল যাদব। তখনই মৌমাছির আ'ক্র'মণের শি'কা'র হন তিনি।

মইয়ের ওপর থেকে লাফিয়ে নিজে নেমে হাত নেড়ে মৌমাছি তা'ড়া'নোর চেষ্টা করেন মন্ত্রী যাদব। কিন্তু এরইমধ্যে মৌমাছিদের কা'ম'ড়ের পর কা'ম'ড়ে কূ'লকি'না'রা হা'রি'য়ে ফেলেন। পরে নেমে এসে গায়ে থাকা জ্যাকেট খুলে মুখ ঢাকেন। এসময় মৌমাছিরা তাকে ছেড়ে সঙ্গীদের পিছু নেয় এবং কয়েকজনকে কা'ম'ড়ে দেন।

মৌমাছির কা'ম'ড়ে জ'র্জ'রিত ভারতীয় এই সেচমন্ত্রী ও তার সঙ্গীদের সবাইকে স্থানীয় আত্মাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে