আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের আকাশ সীমার মধ্যে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বং'স করেছে ইয়েমেন। দূরপাল্লার ক্ষে'প'ণা'স্ত্রের আ'ঘা'তে এটি ধ্বং'স করা হয়। হেলিকপ্টার ধ্বং'স করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন।
ভিডিওতে দেখা যায়, ক্ষে'প'ণা'স্ত্র ছোঁ'ড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আ'ঘা'ত হা'না'য় ইয়েমেনের যো'দ্ধারা সমবেত কণ্ঠে আল্লাহর শো'কর'গুজা'রি করেন। একই সঙ্গে তারা ইসরায়েল ধ্বং'স হোক এবং আমেরিকা ধ্বং'স হোক বলে ব'জ্রক'ণ্ঠে স্লো'গা'ন দিতে থাকেন।
ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বং'স হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বি'ধ্ব'স্ত হওয়ায় এর দুই পাইলট নি'হ'ত হয়েছে।
ইয়েমেনের আকাশ শ'ত্রুমু'ক্ত রাখতে সব ধরণের তৎপরতা ন'স্যাৎ করা হবে বলেও দেশটির সেনাবাহিনী হুঁ'শিয়া'রি দেয়। হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে বলে সাংবাদ মাধ্যম ‘আল-আহাদ’ জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে দা'রি'দ্রপী'ড়ি'ত ইয়েমেনে হা'ম'লা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নি'হ'ত হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সৌদি আ'গ্রা'স'ন ব'ন্ধে পা'ল্টা জ'বা'ব দিয়ে যাচ্ছে। সূত্র: এএনআইনিউজ