সৌদি আরবে হাসপাতালে আগুন, নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি হাসপাতালে অগ্নিকাণ্ড নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। আহত হয়েছেন শতাধিক। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সৌদি আরবের জাজান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এখনও নিশ্চিত হওয়া যায় নি কি কারণে এ ঘটনা ঘটেছে। হাসপাতালটির প্রথম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এই তলাতেই অবস্থিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও ম্যাটারনিটি ওয়ার্ড। ফলে যারা মারা গেছেন ধারণা করা হচ্ছে তারা বেশির ভাগই এ দুটি ইউনিটের রোগি বা রোগির সহযোগী। এ বিষয়ে তদন্ত চলছে।
আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। তারা ওই হাসপাতাল ভবনে আটকে পড়া সকলকে উদ্ধার করেছে।আগুন নেভানোর কাজে মোতায়েন করা হয়েছিল দমকল বিভাগের কমপক্ষে ২০টি দলকে।
সূত্র: আল জাজিরা
২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�