বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১২:৫১:৪০

সেই তরুণী গর্ভবতী নয়, পেটে বোমা

সেই তরুণী গর্ভবতী নয়, পেটে বোমা

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ এক ভুয়া গর্ভবতী নারীকে গ্রেপ্তার করেছে। ওই নারী পেটে আত্মঘাতী বোমা বহন করে সেটাকে গর্ভবতী অবস্থা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। ২৩ বছর বয়স্ক ওই গ্রেপ্তারকৃত নারীর নাম ক্যামিল, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার সাথে তার ৩৫ বছর বয়স্ক স্বামীকেও গ্রেপ্তার করা হয় দক্ষিণ ফ্রান্সের মন্টপেলার থেকে। এই দম্পতির দুই বছরের একটি মেয়ে আছে। ফরাসি কর্তৃপক্ষ ক্যামিলের কম্পিউটার থেকে ইসলামিক স্টেটের অনেক প্রচারণামূলক তথ্য এবং ভিডিও উদ্ধার করেছে। কর্তৃপক্ষ বলেছে, ক্যামিল বেশিরভাগ সময় কাটাতো এই সমস্ত ভিডিও দেখে এবং আইএস ও আল কায়েদা সম্পর্কিত ম্যাগাজিন ‘দাবিক’ ও ‘ইন্সপায়ার’ পড়ে। গত সোমবার তাদের বাসায় হামলা করে পুলিশ এই নকল গর্ভবতী পেট আবিষ্কার করেন। এটা রাংতা দিয়ে মোড়ানো ছিল এবং ভেতরে ছিল বিস্ফোরক পদার্থ। ক্যামিল তার কাছের বন্ধুদের প্রায়ই বলতেন, তিনি আইএস যোগ দিয়ে একজন শহীদ হিসেবে মরতে চান। সূত্র: এপি ২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে