বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯, ১০:০৭:০০

স্কুলে যেতে দেরি করায় শিক্ষকদের বে'ধ'ড়ক মা'রধ'র

স্কুলে যেতে দেরি করায় শিক্ষকদের বে'ধ'ড়ক মা'রধ'র

আন্তর্জাতিক ডেস্ক : দেরি করে স্কুলে আসার অভিযোগ তুলে শিক্ষকদের 'শিক্ষা' দিতে বে'ধ'ড়'ক পে'টা'নোর অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার বি'রু'দ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হুগলির পোলবায়। 

যদিও বিজেপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, হুগলির পোলবার ওই সরকারি স্কুল ঠিকভাবেই চলছিল। কিন্তু বুধবার হঠাৎ করে স্কুলে হা'না দেয় পোলবা বিজেপির সাবেক সভাপতি কৌশিক জানা ও তার দলবল। 

শিক্ষকদের কাছে জবাব চাওয়া হয় স্কুলে দেরিতে আসার ব্যাপারে। এ ঘটনায় বিজেপি নেতার নিশানায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে হে'ন'স্থা করতে দেখে আরো কয়েকজন শিক্ষক বা'ধা দিতে এগিয়ে এলে তাদের মা'রধ'র করা হয়। 

কয়েকজন শিক্ষক পুরো ঘটনার ভি'ডিও ধারণ করে রাখার চেষ্টা করলে তাদেরও লা'থি-ঘু'ষি-চ'ড় মা'রা হয়। পরিস্থিতি বেশ কিছুক্ষণ ধরে চলে। তারপর স্কুল থেকে বেরিয়ে যান বিজেপির ওই নেতা ও তার দলবল।

এ  ঘটনায় ৮-৯ জন শিক্ষক আ'হ'ত অবস্থায় পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। ঘটনার পরপরই বিজেপির এ ধরনের আচরণের বি'রু'দ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। 

তাদের অভিযোগ, লোকসভা নির্বাচনে হুগলি আসন থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জেতার পর থেকেই গোটা কেন্দ্রজুড়ে গু'ণ্ডা'মির চেষ্টা চালাচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের এই অভিযোগ অ'স্বী'কার করেছে বিজেপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে