বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০১৯, ১২:২৭:৫৬

দেশে ১০০ কোটির বেশি হিন্দু, তাই ভারত হিন্দু রাষ্ট্র : রবি কৃষাণ

দেশে ১০০ কোটির বেশি হিন্দু, তাই ভারত হিন্দু রাষ্ট্র : রবি কৃষাণ

আন্তর্জাতিক ডেস্ক : সংবিধানে ভারতবর্ষের যে সংজ্ঞা, সেটাই এবার হয়ত বদলাতে চান বিজেপির নেতা-মন্ত্রীরা। কারণ সংবিধানে যেখানে লেখা ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ বলে বসলেন ভারত '‌হিন্দু রাষ্ট্র'‌। 

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর বুধবার ভোজপুরি সুপারস্টার ও গোরখপুরের সাংসদ রবি কিষাণের এই বক্তব্যের পরই ভারতজুড়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছে। এদিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

সংবাদসংস্থা এএনআইকে রবি বলেন, 'ভারতে হিন্দুদের সংখ্যা ১০০ কোটির বেশি। তাই স্বাভাবিকভাবেই ভারত একটি হিন্দু রাষ্ট্র। গোটা বিশ্বে অনেক খ্রিস্টান এবং মুসলিম দেশ রয়েছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে '‌ভারত'‌ নামে‌ একটি আশ্চর্য দেশ রয়েছে।' 

তার প্রশ্ন, '‌যদি বিশ্বে খ্রিস্টান এবং মুসলিম রাষ্ট্র থাকতে পারে, তাহলে হিন্দু রাষ্ট্র থাকতে সমস্যা কোথায়?‌'‌ এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের গোরখপুরের সাংসদ রবি কিষাণ আরও বলেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বি‌রো‌ধী দলগুলো পাগল হয়ে গিয়েছ।

বস্তুত, ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিল পাশ হয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলো প্রতিবা‌'দও জানিয়েছে। তাদের মতে, এই বিল ভারতের সংবিধানের মূল বক্তব্যকেই ল‌'ঙ্ঘ‌'ন করছে। এই বিলে কেবলমাত্র মুসলিমদেরই ল‌'ক্ষ্যব‌'স্তু বানানো হয়েছে।‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে