বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০১৯, ০১:১৯:১১

সময় মতো সংসদে পৌঁছাতে দৌড়াচ্ছেন রেলমন্ত্রী!

সময় মতো সংসদে পৌঁছাতে দৌড়াচ্ছেন রেলমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : সংসদ চত্বরে গাড়ি থেকে নেমেই পড়িমড়ি করে দৌঁড় দিলেন ভারতের রেলমন্ত্রী। আশেপাশের সকলেই তখন বিস্মিত। আসলে সংসদে নির্ধারিত সময়ে ঢুকতে দেরি করে ফেলেছিলেন পীযূষ গোয়েল। 

সে কারণেই দৌড়ে যত তাড়াতাড়ি সম্ভব সংসদে ঢোকার চেষ্টা করলেন। ওই ছবিটিই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেসরকারি অফিসে 'লেট' করলে কাটা যায় মাইনে। অথবা সইতে হয় বসের মুখ ঝামটা। আর তাই অফিসে টাইমে বেসরকারি অফিসের লোকজনের দৌড় অফিসপাড়ার পরিচিত ছবি। সেই ছবিই এবার সংসদে। দেরি করায় দৌড় দিলেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কেন?

বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেখানে হাজির ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও। আবার সকাল ১১টায় লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও ছিল। সেখানে রেলমন্ত্রনালয় সংক্রান্ত সাংসদদের প্রশ্নের উত্তর দিতে হত পীযূষ গোয়েলকে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বেশি সময় লেগে যায়। দেরি করে ফেলেন পীযূষ। আর প্রশ্নোত্তর পর্বে রেল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেই হত তাকে। সে কারণে সংসদ চত্বরে নেমেই দৌড় দেন পীযূষ গোয়েল।

গুজরাটের বিজেপি সাংসদ প্রভু বসাবা ছবি দিয়ে টুইট করেন, প্রশ্নোত্তর পর্বে দেরি যাতে না হয়, সেজন্য নতুন ভারতের প্রাণবন্ত রেলমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর দৌড়ে সংসদে ঢুকলেন।

কেউ লিখেছেন, ওনার কাজের ধরন, দায়বদ্ধতা, সময়ানুবর্তিতা প্রশংসনীয়। কেউ লিখেছেন, নেতা শিক্ষিত হলে সময়ের কাজ সময়ে শেষ করেন। এদিন লোকসভায় ভারতীয় রেলে বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান পেশ করেন পীযূষ গোয়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে