বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪০:২২

বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে ছেলের সঙ্গে মেয়ে-জামাই ও পুত্রবধূরও জেল

বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে ছেলের সঙ্গে মেয়ে-জামাই ও পুত্রবধূরও জেল

আন্তর্জাতিক ডেস্ক : বয়স্ক বাবা-মা যেন কোনও ভাবেই অবহেলার শি'কা'র না হন সেই কারণে একাধিক আইন প্রণয়ন করা হয়েছে ভারতে। এইবার সেই বিষয়ের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে আরও একটি বিষয়। 

ভারত সরকারের পক্ষ থেকে মেন্টিন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়ার সিটিজেন অ্যাক্ট ২০০৭ সালের অন্তর্গত নিজের সন্তান ছাড়াও পুত্রবধূ ও জামাইয়ের দায়িত্ব বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করা।

বুধবার এই সংকক্রান্ত বিষয়ে ক্যাবিনেটের সম্মতি পাওয়া গিয়েছে নতুন নিয়মে বাবা-মা, শ্বশুর ও শাশুড়িকেও অন্তর্গত করা হয়েছে তবে এই ক্ষেত্রে তাদের যে সিনিয়ার সিটিজেন হতে হবে সেই প্রয়োজনীয়তা নেই। আগামী সপ্তাহের মধ্যেই বিলটি ভারতের সংসদে পেশ হওয়ার কথা রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে এই নিয়মের ভরণ পোষণের জন্য ১০ হাজার টাকা সীমারও নিষ্পত্তি হবে। যদি বাবা-মা বা শ্বশুর-শাশুড়িকে অবহেলা করলে ৬ মাস পর্যন্ত জেলও হতে পারে। এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এরফলে বয়স্ক মানুষেরা তাদের প্রাপ্য সম্মান পাবেন।

প্রস্তাবিত আইনে বদল হয়েছে কেননা দত্তক নেওয়া সন্তান, সত্‍ ছেলে বা মেয়েকেও এর অন্তর্গত করা হয়েছে। সংশোধনী বিলে বলা হয়েছে সিনিয়ার সিটিজেন কেয়ার হোমসের দিকে বিশেষ নজর দিচ্ছে ভারত সরকার। বাড়ির বয়স্কদের দুঃখ, কষ্ট যাতে না হয় সেই কারণেই এই আইন প্রণয়নের পথে সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে