শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৮:১২

বাংলায় আর একটা স্বাধীনতার আন্দোলন হবে, তৈরি থাকুন : এনআরসি নিয়ে দিল্লীকে মমতা ব্যানার্জীর

বাংলায় আর একটা স্বাধীনতার আন্দোলন হবে, তৈরি থাকুন : এনআরসি নিয়ে দিল্লীকে মমতা ব্যানার্জীর

আন্তর্জাতিক ডেস্ক : "বাংলায় আর একটা স্বাধীনতার আন্দোলন করবে। আপনারা তৈরি থাকুন" বৃহস্পতিবার এনআরসি নিয়ে এমনই একাধিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

স্বাধীনতার ৭২ বছর পর নাগরিকত্ব বিচার করা যে নেহাতই অ'যৌ'ক্তিক তা নিয়ে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস পালন অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী। এদিন নিজস্ব ভ'ঙ্গিতে ফের তো'প দা'গে'ন কেন্দ্রের মোদি সরকারকে। 

গেরুয়া শিবিরকে নি'শা'না করেই এদিন তার মন্তব্য, "শাক দিয়ে মাছ ঢাকার চে'ষ্টা চলছে। অন্য ইস্যু দিয়ে এনআরসিকে ইস্যুকে চা'পা দেওয়ার চে'ষ্টা করছে কেন্দ্র। মানুষ দেউলিয়া হয়ে পড়েছে, দেশ দেউলিয়া। ত্রিপুরায় এনআরসি করলে প্রথম সেখানে মুখ্যমন্ত্রীর নামই বা'দ পড়ে যাবে।" 

মুখ্যমন্ত্রীর কথায়, "স্বাধীনতার ৭২ বছর পর হঠাৎ নাগরিকত্ব নির্ধারণ করা যায় না, এনআরসি আমি মানি না। নাগরিকপঞ্জিতে যদি জানা যায় নাগরিকরা ভুয়ো, তাহলে তো এদের ভোটে জেতা সরকারও ভুয়ো। তাহলে মোদিও ভুয়ো। তার সরকারও ভুয়ো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে