শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৫:৫০

বাবরি মসজিদ ধ্বং'সের বিরুদ্ধে কলকাতায় বামদের মিছিল

বাবরি মসজিদ ধ্বং'সের বিরুদ্ধে কলকাতায় বামদের মিছিল

দীপক দেবনাথ, কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, বাবরি মসজিদ নিয়ে যুক্তির উপরে নয়, বিশ্বাসের উপরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। 

বাবরি মসজিদ ধ্বং'সের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকালে কলকাতায় এক মিছিলে অংশ নিয়ে বিমান বসু জানান "আজকের দিনটা ইতিহাসে ক'লঙ্ক'জন'ক দিন। ভারতের ঐতিহ্য, ভারতের স্থাপত্য, ভারতের সংস্কৃতি ধ্বং'স করার পক্ষে ১৯৯২ সালে যেভাবে ধ্বং'সলী'লা করা হয়েছিল, ধ্বং'সস্তূ'প তৈরি করা হয়েছিল, তার মধ্যে দিয়ে ভারতের ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় ল'জ্জাজ'নক ঘটনা ঘটেছে।" 

বাবরি মসজিদ ধ্বং'সে অ'ভি'যু'ক্তদের শা'স্তি ও ধ'র্মনি'র'পেক্ষ'তা রখার দাবিতে ১৭ টি বামপন্থী ও সহযোগী দল এদিন মিছিল করে। ধর্মতলার লেলিন মূ'র্তি থেকে রাজা বাজারে এসে শেষ হয় এই মিছিল। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মুহাম্মদ সেলিমসহ একাধিক বাম নেতা উপস্থিত ছিলেন।-বিডি প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে