রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২:৪২

ধ'র্ষ'ণ রুখতে প'র্নসাইটের সাথে ভোজপুরি সিনেমাও নি'ষি'দ্ধের দাবি!

ধ'র্ষ'ণ রুখতে প'র্নসাইটের সাথে ভোজপুরি সিনেমাও নি'ষি'দ্ধের দাবি!

আন্তর্জাতিক ডেস্ক : নিজের বক্তব্যের জন্য নেটিজেনদের স'মা'লো'চ'নার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সম্প্রতি ঘটে যাওয়া ধ'র্ষ'ণ কাণ্ড প্রসঙ্গে তিনি বলেছিলেন, প'র্ন সাইটের রমরমার কারণেই ধ'র্ষ'ণের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। 

যদিও নেটিজেনরা নীতিশ কুমারের এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত পোষণ করেননি। বরং তারা দাবি তুলেছেন, প'র্নসাইটের আগে ভোজপুরি সিনেমা নি'ষি'দ্ধ করা উচিত। এই সমস্ত 'বি' গ্রেড সিনেমা থেকে সমাজের উপর কু'প্র'ভা'ব পড়ছে, যার দরুণ ধ'র্ষ'ণের মত দুঃসাহসিক অ'প'রা'ধের মাত্রা ক্র'ম'শ বৃদ্ধি পাচ্ছে। 

আবার কেউ বলেছেন, দাউদ এবং রইস-এর মতো গ্যাংস্টারদের জীবনের উপর নির্মিত বলিউড সিনেমাগুলোকে প্রথমে বন্ধ করা উচিত। এগুলো কখনোই আমাদের সমাজের জন্য ভালো উদাহরণ হতে পারে না। 

আরেক নেটিজেনের মন্তব্য, "প্রথম কাজ সবাইকে শিক্ষিত করে তোলা...শেখাতে হবে সমাজে কীভাবে থাকতে হয়, অপরকে শ্রদ্ধা করতে হয় এবং কীরকম আচরণ করতে হয়। তথাকথিত পুরনো আমলের শিক্ষাকে দূরে সরিয়ে দিতে হবে, যথাসম্ভব কম অর্থের বিনিময়ে শিক্ষা প্রদান করে চাকরির সুযোগ দিতে হবে।

পাশাপাশি বাইরের দেশগুলির মতো এখানেও সব রকম চাকরিকে সমান শ্রদ্ধার চোখে দেখতে হবে। তবেই দেশ থেকে ধ'র্ষ'ণের মত ব'র্বো'রো'চিত অ'ত্যা'চা'রের অ'ব'সা'ন ঘটবে। আরেকজনের বক্তব্য, 'আরে সবচেয়ে খারাপ তো বিহারের সিনেমাগুলো। গানগুলোও খুব বাজে। ওই ধরনের সিনেমাগুলিই দেশের নাম খারাপ করছে।' 

এর আগে নীতীশ কুমার বলেছিলেন, "মহিলাদের উপর যে যৌন হেনস্থা বা অত্যাচার করা হচ্ছে, তার মূল কারণ হল পর্ন সাইটের রমরমা। প'র্ন সাইটগুলিতে ধ'র্ষ'ণের ভিডিও-ও থাকে। ধ'র্ষ'করা হয়তো নিজেই সেই ভিডিও তুলে পোস্ট করে। আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব এমন সমস্ত ওয়েব সাইট নি'ষি'দ্ধ করতে, যাতে যৌ'ন উ'ত্তে'জ'নামূলক ভিডিও দেখানো হয়।" 

বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে