রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৭:০৬

শ্বশুরবাড়ির নি'র্যা'তন স'হ্য করতে না পেরে জামাইয়ের আত্মহ'ত্যা

শ্বশুরবাড়ির নি'র্যা'তন স'হ্য করতে না পেরে জামাইয়ের আত্মহ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : শ্বশুরবাড়ির নি'র্যা'তন ও মা'ন'সি'ক অ'ত্যা'চার স'হ্য করতে না পেরে আ'ত্মঘা'তী হল জামাই। ম'র্মা'ন্তি'ক ঘটনাটি ঘটেছে, পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী এলাকার পূর্বপাড়াতে। 

এই ঘটনায় শো'কের ছায়া নেমে এসেছে মৃ'তের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে। মৃ'তের পরিবারের তরফে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বি'রু'দ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃ'ত ওই ব্যক্তির নাম দেবাশীষ পোদ্দার। পেশায় তিনি আইহো হাই এটাচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়া এবং তার শিক্ষক বন্ধু মহলের কাছে নিজের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে মা'ন'সি'ক নি'র্যা'তনের কথা পোস্ট করেন। এবং তারপরেই তিনি আ'ত্মহ'ত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ।

মৃ'ত শিক্ষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের বেলা সে তাদের শিক্ষকদের হোয়াটস অ্যাপ গ্রুপে পোস্ট করে জানান, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর অ'মা'ন'সিক নি'র্যা'ত'ন চালাচ্ছে। সে আর বাঁচতে চায় না। 

এদিকে এই ঘটনায় মৃ'তের পরিবারের পক্ষ থেকে স্ত্রী শুভ্রা পোদ্দার ও শ্যালক নরোত্তম সরকারের বি'রু'দ্ধে হবিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ মৃ'তের শ্যালক নরোত্তম সরকারকে আ'ট'ক করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে