রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ০২:২৮:৪২

পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধিতে ভারতে খাদ্যমন্ত্রীর বি'রুদ্ধে মামলা

পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধিতে ভারতে খাদ্যমন্ত্রীর বি'রুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: রপ্তানি বন্ধ করে দেয়ার পরও ভারতের বাজারে লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কেজিপ্রতি পেঁয়াজ দুইশ’ রুপি ছুঁতে চলেছে। কৃষকরা রাত জে'গে পেঁয়াজ ক্ষেত পা'হারা দিচ্ছেন। চাহিদা মেটাতে ভরসা বিদেশ থেকে আমদানি।

পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধিতে না'ভিশ্বা'স উঠেছে ভারতের মানুষের। এমন প'রিস্থি'তিতে দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বি'রু'দ্ধে মামলা করেছেন এক মানবাধিকার কর্মী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে পার্লামেন্টে বিরোধীদের আ'ক্র'ম'ণে না'জেহা'ল অবস্থা নরেন্দ্র মোদি সরকারের। এবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বি'রু'দ্ধে বিহারের এক আদালতে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বি'রু'দ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্র'তার'ণা ও বি'ভ্রা'ন্ত করার’ অভি'যো'গ আনা হয়েছে। মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে এক মানবাধিকার কর্মী।

রাজু নায়ারের ভাষ্য, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্য'র্থ হয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী। এইভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্র'তা'রণা করেছেন। চলতি মাসের ১২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে