রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৬:৫০

ভারত এখন বিশ্বে ধ'র্ষ'ণের রাজধানী হিসেবে পরিচিত: রাহুল গান্ধী

ভারত এখন বিশ্বে ধ'র্ষ'ণের রাজধানী হিসেবে পরিচিত: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে এখন গোটাবিশ্ব ধ'র্ষণের রাজধানী হিসেবেই চেনে। শনিবার কেরালার ওয়ানখেড়ে এক সভায় ওই মন্তব্য করেন স্থানীয় এমপি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে হিং'সা ও ঘৃ'ণার পরিবেশ তৈরি করছেন বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার রাতে মৃ'ত্যু হয় উন্নাওয়ের ৯০ শতাংশ শরীর পু'ড়ে যাওয়া নি'র্যা'তিতার। 

বৃহস্পতিবার সকালে তার গায়ে আ'গু'ন দিয়ে দেয় ধ'র্ষ'ণে অভিযুক্তরা। এর পরই দিল্লির সফদরজং হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছিল তাকে। সেখানেই মৃ'ত্যু হয় ওই ধ'র্ষি'ত তরুণীর।

এর পর শনিবার সকাল থেকেই ধ'র্ষ'ণে অ'ভিযু'ক্তদের চ'র'ম শা'স্তির দাবিতে বি'ক্ষো'ভ দেখানো শুরু হয় দেশজুড়ে। উত্তরপ্রদেশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বি'রু'দ্ধে প্র'তিবা'দে সরব হয়ে ওঠেন সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী।

উন্নাওয়ের নি'র্যা'তি'তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াংকা গান্ধী। এ ঘটনার প্র'তিবা'দে থানায় অবস্থান কর্মসূচি পালন করেন অখিলেশ। সাবেক আরেক মুখ্যমন্ত্রী মায়াবতী পৌঁছে যান রাজ্যপালের কাছে। 

আর এরই মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশে ধ'র্ষ'ণের ঘটনা প্র'চ'ণ্ড হা'রে বেড়ে গেছে বলে অভিযোগ করেন রাহুল। গোটা বিশ্বের মানুষ এখন ভারতকে ধ'র্ষ'ণের রাজধানী হিসেবেই চিনে বলে ক'টা'ক্ষ করেন তিনি।

এ বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও দা'য়ী করে তিনি বলেন, বিশ্বের কাছে এখন ভারতের পরিচয় ধ'র্ষ'ণের রাজধানী হিসেবে।

রাহুল বলেন, বিদেশিরা প্রশ্ন তুলছেন– কেন ভারত নিজের মেয়ে ও বোনদের নি'রা'প'ত্তা দিতে পারে না। উত্তরপ্রদেশের একজন বিজেপি বিধায়ক ধ'র্ষ'ণে অ'ভিযু'ক্ত। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রী এখনও একটা শব্দও বললেন না। 

তিনি বলেন, আসলে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি নিজেই ঘৃ'ণা ও হিং'সার আদর্শে বিশ্বাসী। তার পুরো রাজনৈতিক জীবনটাই সাম্প্রদায়িক আদর্শের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তিনি ধর্মের ভিত্তিতে সম্প্রদায় ও ভাষার মধ্যে বি'ভা'জন এনে সংস্কৃতিকে অ'পমা'ন করছেন।

রাহুল বলেন, তিনি অর্থনীতি সম্পর্কেও কিছু বোঝেন না। ফলে আমাদের দেশের মানুষ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে জীবন কাটাচ্ছেন। তবে আমি বলব– আপনারা নিজেদের শক্তিকে ছোট করে না দেখে দেশের গতিমুখ বদলের চেষ্টা করুন। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে