রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৬:৪০

প্রাণের ঝুঁ'কি নিয়ে আ'গুনে ঝাঁ'পিয়ে ১১ জনকে উ'দ্ধা'র করে 'হিরো' এই যুবক!

প্রাণের ঝুঁ'কি নিয়ে আ'গুনে ঝাঁ'পিয়ে ১১ জনকে উ'দ্ধা'র করে 'হিরো' এই যুবক!

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছায়নি তখনও পর্যন্ত। ছিল না সাহায্য করার মতো কেউও। সেই অবস্থাতেই পিছু না ভেবে ঝাঁ'পিয়ে পড়েছিলেন আ'গু'নের লেলিহান শিখার মধ্যে। সেখান থেকে একে একে নি'রা'পদে বার করে এনেছিলেন ১১ জনকে।

এ হেন ফায়ার সার্ভিসের কর্মীকে তার সা'হ'সি'কতার জন্য কু'র্নি'শ জানালেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। রোববার সকালে অ'গ্নিকা'ণ্ডের জেরে এক দিকে ভারতের রাজধানীতে যখন মৃ'ত্যু মিছিল অব্যাহত, ঠিক সেই সময়ই ফায়ার সার্ভিস কর্মী রাজীব শুক্লকে নিয়ে একটি টুইট করেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। 

জানান, কোনও কিছুর তো'য়া'ক্কা না করে একাই ১১ জনকে আ'গু'নের মধ্যে থেকে বার করে আনেন রাজীব শুক্ল। তিনি না থাকলে মৃ'ত্যুর সংখ্যা আরও বাড়তে পারত। উ'দ্ধা'রকার্য চালাতে গিয়ে চো'ট পান রাজীব শুক্ল। 

দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে তাকে দেখতে যান সত্যেন্দ্র জৈন। তারপরই নিজের টুইটার হ্যান্ডলে রাজীব শুক্লর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সত্যেন্দ্র। 

তাতে তিনি লেখেন, 'রাজেশ শুক্লই আজকের আসল নায়ক। অ'গ্নিকা'ণ্ড যেখানে ঘটেছে, আজ সর্বপ্রথম তিনিই পৌঁছান সেখানে। ১১ জনের প্রা'ণ র'ক্ষা করেন। নিজে হাড়ে চো'ট পাওয়া সত্ত্বেও উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছেন। এই সা'হ'সি'কতার জন্য ওকে কু'র্নি'শ।'

এদিন কাকভোরে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মণ্ডিতে একটি ব্যাগ তৈরির কারখানায় ভ'য়া'ব'হ অ'গ্নিকা'ণ্ড ঘটে। তাতে ৪৩ জন প্রা'ণ হা'রি'য়েছেন। শ'র্টসা'র্কিট থেকেই আ'গুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। 

তবে বিষয়টি নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ত'দ'ন্ত শুরু হয়েছে। কারখানার দুই মালিকের বি'রু'দ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে, নি'হ'তদের পরিবার পিছু ইতিমধ্যেই ১০ লক্ষ টাকার ক্ষ'তি'পূ'র'ণ ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ১ লক্ষ টাকা করে পাবেন আ'হ'তরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে