রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৩:৫৮

যৌতুকের জন্য চাপ বাড়াতে দেরিতে এলেন বর, ততক্ষণে অন্য যুবককে বিয়ে কনের

যৌতুকের জন্য চাপ বাড়াতে দেরিতে এলেন বর, ততক্ষণে অন্য যুবককে বিয়ে কনের

আন্তর্জাতিক ডেস্ক : সময়ানুবর্তিতার মূল্য হাড়ে হাড়ে টের পেলেন উত্তরপ্রদেশের বিজনৌরের ধামপুর শহরের এক যুবক। বিয়ে করতে তার পৌঁছানোর কথা ছিল দুপুর বেলা। কিন্তু তিনি পৌঁছেছিলেন রাতে। 

গিয়ে দেখলেন, তার জন্য অপেক্ষা না করে কনে বিয়ে করছেন এলাকারই এক যুবককে। পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে একটি গণবিবাহ অনুষ্ঠানে ওই পাত্রীকে বিয়ে করেছিলেন যুবক। কিন্তু তখন শ্বশুরবাড়ি যাননি ওই পাত্রী। 

ঠিক হয়েছিল সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করার পরই শ্বশুরবাড়ি যাবেন তিনি। কিন্তু এর মধ্যেই যৌতুক নিয়ে দুই বাড়ির ঝা'মে'লা শুরু হয়। পাত্র পক্ষের দাবি মেটানোর সামর্থ্য মেয়ের বাবার ছিল না। তবুও সামাজিক ভাবে আয়োজন করা হয় বিয়ের।

এদিকে, বিয়ের দিন দুপুরে পাত্রের আসার কথা থাকলেও যৌতুক নিয়ে বা'গবি'ত'ণ্ডায় কে'টে যায় বেলা। তারপর যখন বর এলেন, তখন সব শেষ। বরের জন্য অপেক্ষা করতে করতে বি'র'ক্ত হয়ে পাত্রী পাড়ারই এক যুবককে বিয়ে করতে বসে পড়েছেন। রাত দুপুরে বিয়ে করতে এসে বরের তো মাথায় হাত।

তবে বিষয়টা এখানেই থেমে যায়নি। বরযাত্রীদের অভিযোগ তারা পৌঁছালে তাদেরকে ঘরে ব'ন্দি করে রাখে কনের বাড়ির লোকজন। গয়নাগাটি কেড়ে নেওয়ার অভিযোগও তোলে বরযাত্রীর লোকজন। এর পর খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দু'পক্ষের সঙ্গেই আলোচনায় বসে।

সেখানে দু'পক্ষের সম্মতিতেই মি'টমা'ট করে নেওয়া হয়। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ''দু'পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির মি'টমা'ট করা হয়েছে। কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে