সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৮:২১:২৭

ভারতে 'মুসলিম-বিরোধী' নাগরিকত্ব বিল সংসদে সহজেই পাস

ভারতে 'মুসলিম-বিরোধী' নাগরিকত্ব বিল সংসদে সহজেই পাস

আন্তর্জাতিক ডেস্ক : শেষপর্যন্ত সোমবার দুপুরে ভারতের লোকসভায় উপস্থাপন করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি উপস্থাপনের পক্ষে ২৯৩ টি ভোট এবং বিপক্ষে মাত্র ৮২ টি ভোট পড়েছে। ফলে সংখ্যার নিরিখে সহজেই পাস হয়ে গেছে বিল।

আজ সোমবার ভারতে লোকসভায় পেশ করা হয় নাগরিকত্ব (সংশোধনী) বিল। আলোচনার জন্য বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আ'প'ত্তি তোলে কংগ্রেসসহ বি'রো'ধীরা। কিন্তু ভারতজুড়ে তুমুল বি'ত'র্কের মধ্যেও লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলটি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিলটিকে 'মুসলিমবি'রো'ধী' আখ্যা দেওয়া হয়েছে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগেই নাগরিকত্ব সং'শো'ধনী বিলে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। আজ স্পিকারের নি'র্দে'শ মতো, বিলের পক্ষে-বিপক্ষে ভোট দেন সাংসদরা।

২৯৩ জন যেখানে পক্ষে ভোট দিয়েছেন, সেখানে বিপক্ষে ভোট পড়েছে ৮২টি। আইনে পরিণত হতে হলে বিলটির এখন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন পেতে হবে। তবে সেখানে ক্ষ'ম'তাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটির ভবিষ্যৎ অ'নি'শ্চি'ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে