মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৫:১৫

'শুধু হিন্দুদের নাগরিকত্ব দিয়ে ধর্মযু'দ্ধের ই'ন্ধ'ন জোগাচ্ছে মোদি সরকার'

'শুধু হিন্দুদের নাগরিকত্ব দিয়ে ধর্মযু'দ্ধের ই'ন্ধ'ন জোগাচ্ছে মোদি সরকার'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলিম-বিরোধী বি'ত'র্কি'ত নাগরিকত্ব সংশোধনী বিল প্র'ত্যা'খ্যা'ন করে বিষয়টিতে গভীর উ'দ্বে'গ প্রকাশ করেছে দেশটির মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

সোমবার লোকসভায় নাগরিকত্ব বিলটি উ'ত্থা'পি'ত হওয়ার পরপরই বিষয়টিকে ভারতীয় সংবিধানের পরিপন্থী আ'খ্যা'য়িত করে সংগঠনটি। জমিয়তের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি কারী সাইয়্যেদ উসমান মানসুরপুরী ও সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী অভিযোগ করে বলেন, বিলটি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ ল'ঙ্ঘ'ন করছে।

ওই অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের স'ম'ধি'কারের কথা বলা হয়েছে। বিলটি 'অসাংবিধানিক' এবং 'বি'ভে'দ সৃষ্টিকারী' বলেও ব্যাখ্যা করেন তারা।

বিবৃতিতে বলা হয়, জমিয়তে উলামায়ে হিন্দ নাগরিকত্ব বিলটিকে ভারতীয় সংবিধানের বি'প'রী'ত মনে করছে। জমিয়ত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন পাবে না। বিতর্কিত আইনটি যেন কোনোভাবেই পাস না হয়, এ জন্য দেশপ্রেমিক নাগরিক ও সব দলের প্রতি আহ্বান জানাচ্ছে।

এদিকে, এই বিলের বি'রো'ধি'তা করেছে বিজেপির দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের বন্ধু শিবসেনা। দলের মুখপাত্র 'সামনা'য় প্রকাশিত সম্পাদকীয়তে শিবসেনা জানায়, শুধু হিন্দু অ'নুপ্র'বে'শকা'রীদের নাগরিকত্ব দিয়ে ‘ধর্মযু'দ্ধে’ ই'ন্ধ'ন জোগাচ্ছে মোদি সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে