মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৬:২৭

পেঁয়াজ কিনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যা'টা'কে মৃত্যু

পেঁয়াজ কিনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যা'টা'কে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : এবার পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হা'র্ট অ্যা'টা'কে মা'রা গেলেন এক বৃদ্ধ। ম'র্মা'ন্তি'ক ঘটনাটি ঘটেছে, ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুডিভাদা রাইথু বাজারে। 

পুলিশ বলছে, ওই ব্যক্তি সোমবার সকালে ভারত সরকারের দেওয়া ভ'র্তু'কির পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হন তিনি। ঘটনাস্থলেই মৃ'ত্যু হয় তার।

পুলিশ বলছে, নি'হ'ত ব্যক্তির নাম সাম্বি রেড্ডি (৬৫)। তার বাড়ি কৃষ্ণা জেলার গুডিভাদা টাউন এলাকায়। সাম্বি রেড্ডি আজ সরকারের ভ'র্তু'কির পেঁয়াজ কিনতে রাইথু বাজারে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ পেঁয়াজ কেনার জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েছিলেন। 

ওই সময় হঠাৎ করেই তিনি হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হন। স্থানীয়রা তাকে ধ'রাধ'রি করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আগেই তার মৃ'ত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় মৃ'তের বাড়ির লোকজনকে। যদিও মৃ'তের বাড়ির লোক এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। 

ওই পরিবারের লোকজন বলছে, সাম্বি রেড্ডি বেশ কিছু বছর আগে একটি বাইপাস সা'র্জা'রি করিয়েছিলেন। তাই হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হয়ে হঠাৎ মৃ'ত্যুর ঘটনায় স'ন্দে'হের কিছু নেই। পরে পুলিশ সবরকম ফ'র্মা'লিটি পালন করে মৃ'তদে'হ দ্রুত তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে