বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৬:০৪

আইএসের উত্থানে দায়ী আসাদ : সৌদি

আইএসের উত্থানে দায়ী আসাদ : সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আবারো দাবি করেছেন, সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দায়ী। বুধবার রিয়াদে শুরা কাউন্সিলের এক বৈঠকে সিরিয়া সংকট সমাধানের উপায় তুলে ধরতে গিয়ে এ দাবি করেন তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। রাজা সালমান বলেন, ‘সিরিয়ার মধ্যপন্থি বিরোধী গোষ্ঠীগুলোর সমন্বয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন, দেশটির জনগণের মধ্যে ঐক্য ও সংহতি নিশ্চিত করা এবং সেদেশ থেকে বিদেশি সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বহিস্কারের মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’ সৌদি রাজা এমন সময় সিরিয়ার চলমান সংকট সমাধানের এই উপায় তুলে ধরলেন যখন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়ে আছে খোদ সৌদি আরব। রাজা সালমান আরো দাবি করেন, ‘সিরিয়া সরকারের নীতির কারণে দেশটির শত শত মানুষ উগ্রপন্থার দিকে ধাবিত হয়েছে। এর ফলে দায়েশের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।’ সিরিয়ায় ২০১১ সালের গোড়ার দিকে বিদেশিদের চাপিয়ে দেয়া সহিংসতায় এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। এ সম্পর্কে অ্যালজাইমারে আক্রান্ত ৮০ বছর বয়সি সৌদি রাজার বক্তব্যের মজার দিকটি হচ্ছে, তিনি নিজের বক্তব্যের প্রথম দিকের কিছু অংশ নিজে পড়ে শুনিয়েছেন। লিখিত বক্তব্যের বাকি অংশ সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বিরোধী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পথ করে দেয়ার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়। দামেস্ক তাৎক্ষণিকভাবে ওই আহ্বান প্রত্যাখ্যান করে। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে