বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২:৩১

নাগরিকত্ব বিলের প্র'তিবা'দে বিজেপির মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে আন্দো'লনকারীরা

নাগরিকত্ব বিলের প্র'তিবা'দে বিজেপির মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে আন্দো'লনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে উত্তাল আসাম। রাজ্যসভায় বিল পাশের পরে দেশটি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বাড়ি ঘিরে ফেলেছে আন্দোলনকারীরা। 

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে রেখে বি'ক্ষো'ভ দেখাচ্ছে তারা অন্যদিকে এর আগে বি'ক্ষো'ভের মাঝে বুধবার গুয়াহাটি বিমান বন্দরেই আ'টকে পড়েন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল। 

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন রাজধানী শহর গুয়াহাটিতে যেভাবে বি'ক্ষো'ভ ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বাইরে যাওয়া ঠিক হবে না। প্রায় কয়েক ঘণ্টা গুয়াহাটির বিমানবন্দরেই আ'টকে থাকেন তিনি।

বুধবার সকাল থেকেই বিলের প্র'তিবা'দে গুয়াহাটিতে পথে নেমে পড়েন কলেজের ছাত্রছাত্রীরা। প্র'তিবা'দে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও আসাম ইঞ্জিনিয়ারিং কলেজসহ বেশির ভাগ কলেজের ছাত্রছাত্রীরা। রাজ্যটির রাজধানী দিসপুরে যাওয়ার পথে মূল সড়ক গুয়াহাটি-শিলং রোড অ'বরো'ধ করেছেন তারা। 

অ'বরো'ধ ওঠাতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। ডিব্রুগড়ের চাউলধোওয়ায় পুলিশের লাঠিতে গু'রুত'র জ'খ'ম হয়েছেন কিছু ছাত্র। বি'ক্ষো'ভের জেরে ডিব্রুগড় ও গুয়াহাটির বিশ্ববিদ্যালয়গুলিতে যাবতীয় পরীক্ষা অর্নির্দিষ্ট কালের জন্য ব'ন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে অ'গ্নিগ'র্ভ আসাম ও ত্রিপুরাতে মোতায়েন হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে ত্রিপুরাতে দুই কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। আসামেও ২০ কোম্পানি সেনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘ডিব্রুগড়ের লাহোওয়ালে সেনা নামানো হয়েছে। তারা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহায়তা করবে। শান্তি বজায় রাখতে বাহিনী ইতিমধ্যেই এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু করেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে