বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৫:২২

নাগরিকত্ব বিল পাশ, দিনটি ভারতের ইতিহাসের কালো দিন : সোনিয়া গান্ধী

নাগরিকত্ব বিল পাশ, দিনটি ভারতের ইতিহাসের কালো দিন : সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভার পর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় খুশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি এই কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের জন্য এটি একটি যুগান্তকারী দিন। 

অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী জানিয়েছেন, দিনটি ভারতের সংবিধানের ইতিহাসে একটি কালো দিন। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। 

এদিন তিনি বলেন, 'দিনটি ভারতের সংবিধানের ইতিহাসে কালো দিন।' সনিয়া গান্ধীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, কংগ্রেসের কাছে সবকিছুই কালো বলে মনে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে