বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৩:৩৮

সু চির মিথ্যা বক্তব্য প্রত্যাখ্যান করেছে আসিয়ান পার্লামেন্টের সদস্যরা

সু চির মিথ্যা বক্তব্য প্রত্যাখ্যান করেছে আসিয়ান পার্লামেন্টের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পক্ষে সাফা'ই গাইতে গিয়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) দ্বিতীয় দিনের শুনা'নিতে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যা'খ্যান করেছে রোহিঙ্গা জনগো'ষ্ঠী এবং আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউ'ম্যান রাই'টস- এপিএইচআর। এপিএইচআর আসিয়ানভু'ক্ত দেশগুলোর বর্তমান ও সাবেক পার্লামেন্ট সদস্যদের সংগঠন।

দ্বিতীয় দিনের শুনানি শেষে বুধবার (১১ ডিসেম্বর) গভী'র রাতে এক বার্তায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পি'স এন্ড হিউম্যান রাই'টসের চেয়ারম্যান মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, রোহিঙ্গা নি'ধ'নের বিচা'র বিশ্ববাসী নিশ্চি'ত করবে। কেন না বিশ্ববাসী নিজ চোখে রাখাইনে হ'ত্যার দৃ'শ্য দেখতে পাচ্ছে। একাধিক সহিং'সতা, অ'ত্যা'চার, খু'ন, হ'ত্যার ত'থ্য প্রমা'ণ এরইমধ্যে বিশ্ববাসী সংগ্র'হ করেছে।

অং সান সু চিকে মিথ্যা'বাদী উল্লেখ করে তিনি বলেন, মিথ্যু'ক কখনো সত্য কথা বলে না কিন্তু বিচারালয় তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চি'ত করে। সেনারা রাখাইনে যে গ'ণহ'ত্যা চালি'য়েছে তার প্রমাণ এরইমধ্যে বিশ্ববাসী পেয়েছে।

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবি'রে আশ্র'য় নেয়া নুর কামাল বলেন, আদালতে অং সান সু চি মিথ্যা কথা বলেছেন। কেন না মিয়ানমারের সেনাবাহিনী আমাদের চোখের সা'মনে গু'লি করে মানুষ হ'ত্যা করেছে, অনেককে নির্যা'তন করে মে'রে'ছে, বাড়ি-ঘরে আগু'ন জ্বা'লিয়ে দিয়েছে, আগু'নে পুড়ি'য়ে মানুষ মে'রেছে এগুলো কি গ'ণহ'ত্যা নয়? সু চি মিথ্যা বললেই কি এই সত্য চা'পা পরে যাবে?

তিনি আরও বলেন, সু চি যতোই মিথ্যা বলুক না কেন, বিশ্ববাসী তা বিশ্বাস করবে না। কেন না রাখাইনে এখনো গণহ'ত্যা চলছে এবং গত কয়েক বছর সেখানে কি ঘটেছে তার প্রমাণ বিশ্ববাসীর কাছে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে