বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:২১:২৬

যুক্তরাষ্ট্র নয়, ইরানের পক্ষে অবস্থান নিলেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র নয়, ইরানের পক্ষে অবস্থান নিলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সমঝোতার স'মালো'চনা করে অনেক সময় একে আমেরিকার জন্য সবচেয়ে খা'রা'প চুক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত গত বছরে সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর ফের নি'ষে'ধা'জ্ঞা আ'রো'প করে আমেরিকা।

বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে নিজের প্রতিবেদন তুলে ধরেছেন। 

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ইরানের বি'রু'দ্ধে নি'ষে'ধা'জ্ঞা আ'রো'প করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ল'ঙ্ঘ'ন করেছে আমেরিকা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় দুঃ'খ প্রকাশ করেন।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী সব দেশ ইরানের সঙ্গে অ'বা'ধে ব্যবসা করতে পারবে। আমেরিকার পক্ষ থেকে ব্যাপক চ্যা'লে'ঞ্জ সৃষ্টি করা সত্ত্বেও ইরান পরমাণু স'মঝো'তায় অ'ট'ল রয়েছে। বিষয়টিকে তিনি স'ন্তো'ষজনক বলে মন্তব্য করেন।

পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আমেরিকার এ পদক্ষেপকে বে'আ'ইনি অভিহিত করা থেকে বোঝা যায়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশগুলোর ওপর ব্যা'প'ক চা'প প্রয়োগ করেও আমেরিকা আন্তর্জাতিক সমাজকে ইরানের বি'রু'দ্ধে দাঁড় করাতে পারেনি বরং ওয়াশিংটনের এসব পদক্ষেপ বে'আ'ই'নি হিসেবে পরিচিতি পেয়েছে। 

এমনকি মার্কিন প্রেসিডেন্ট তার ইউরোপীয় মিত্রদেরকেও পরমাণু স'মঝো'তার বি'রু'দ্ধে অবস্থান নেয়ার জন্য বোঝাতে ব্য'র্থ হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে